যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-মেয়ে নিহত

নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৩:৫৩

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা সম্পর্কে বাবা-মেয়ে বলে জানা গেছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রাজ্যের ফ্লোরেন্স টাউনশিপে আন্তঃরাজ্য ২৯৫ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহতদের মধ্যে রয়েছেন, একজন ৩৬ বছর বয়সী পুরুষ ও একজন ৮ বছর বয়সী কন্যাশিশু। তারা উভয়েই বাংলাদেশি।
পুলিশ জানায়, ৬ এপ্রিল রাত সোয়া ১০টার এ দুর্ঘটনা ঘটে। সেই সময় হুন্ডাই সান্তা ফে এবং হুন্ডাই টাকসন দুটি গাড়িই উত্তরমুখী ছিল। ৫০.৬ মাইলপোস্টের কাছে সান্তা ফে গাড়িটি ডান দিকের একটি গার্ডরেইলে ধাক্কা খায়।
ধাক্কার ফলে সান্তা ফে গাড়িটি আবার রাস্তায় ফিরে এসে টাকসন গাড়িটিকে আঘাত করে। এতে দুটি গাড়িই রাস্তা থেকে ছিটকে গিয়ে একাধিক গাছে ধাক্কা খায়। দুর্ঘটনায় টাকসনের চালক বাংলাদেশি শরফুদ্দিন (৩৬) এবং তার ৮ বছর বয়সী কন্যা রামিছা নিহত হন। তবে পুলিশের পক্ষ থেকে তাদের পরিচয় এখনো জানানো হয়নি।
পুলিশ আরও জানায়, টাকসনের এক ২৬ বছর বয়সী নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সান্তা ফে’র চালক তিনি মিয়ামি। তিনি ফ্লোরিডার ২৯ বছর বয়সী এক নারী। তিনিও গুরুতর আহত হয়েছেন। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
কেই/এমজে