Logo

অর্থনীতি

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৬:৩২

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

ছবি : সংগৃহীত

জ্বালানি তেল বিক্রির কমিশন সংক্রান্ত দাবি ১৫ কার্যদিবসের মধ্যে বাস্তবায়নের আশ্বাসে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এরপর ঢাকাসহ সারাদেশের বেশিরভাগ পেট্রোল পাম্পের চলমান কর্মসূচি প্রত্যাহার করে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।

রোববার (২৫ মে) দুপুর ১টায় বিপিসির ঘোষণার পর বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

মো. মিজানুর রহমান বলেন, সকাল ৬টায় কর্মবিরতির কর্মসূচি শুরু হয়েছে। সকাল ১০টায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) একটি বৈঠক ডেকেছে। ওই বৈঠকে বিপিসি আগামী ১৫ দিনের মধ্যে জ্বালানি তেল বিক্রির কমিশন সংক্রান্ত দাবিসহ ১০ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

এর আগে রোববার সকাল ৬টা বেলা ২টা পর্যন্ত ১০ দফা দাবিতে ধর্মঘট শুরুর পর গণপরিবহন, বাস ব্যক্তিগত যানবাহনগুলোকে পেট্রোল পাম্পের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাজধানীর মৎস্যভবন এলাকাসহ কয়েকটি এলাকায় মোটরসাইকেল চালকদের সঙ্গে পেট্রোল পাম্প কর্মীদের অপ্রীতিকর ঘটনা ঘটতেও দেখা যায়।

পরিষদের দাবিগুলো হলো- তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ নির্ধারণ, সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা ভূমির ইজারা মাশুল আগের মতো বহাল, পাম্প-সংযোগ সড়কের ইজারা নবায়নে আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত পে-অর্ডার জমা দিলেই তা নবায়ন বিবেচিত, বিএসটিআইয়ের শুধু ডিসপেন্সিং ইউনিট স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাই, আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফি ও নিবন্ধনপ্রথা বাতিল, পরিবেশ, কলকারখানা ও ফায়ার সার্ভিস লাইসেন্সের বিধান বাতিল, ঘরের মধ্যে বা খোলা স্থানে অবৈধভাবে মেশিন বসিয়ে জ্বালানি বিক্রি বন্ধ, ডিলারশিপ ছাড়া বিপণন কোম্পানির সরাসরি তেল বিক্রি বন্ধ, ট্যাংকলরির চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যু সহজ, রাস্তায় যেখানে-সেখানে ট্যাংকলরি থামিয়ে কাগজপত্র পরীক্ষা না করে তা তেলের ডিপো গেটেই সম্পন্ন এবং সব ট্যাংকলরি জন্য আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করা।

গত ১১ মে এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষে জানানো হয়েছিল, ২৪ মের মধ্যে দাবি আদায় না হলে তারা ২৫ মে প্রতীকী কর্মসূচি পালনের ঘোষণা করেন।

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর