Logo

সারাদেশ

কুষ্টিয়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৫:৪০

কুষ্টিয়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শুনানির আয়োজন করা হয়।

শুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (অনুসন্ধান) মো. মনজুর মোরশেদ। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলা প্রশাসন ও দুদকের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরাসরি অভিযোগ তুলে ধরেন সেবা গ্রহণকারীরা।

শুনানিতে দুদক কর্মকর্তারা অভিযোগ গ্রহণ করেন এবং তা নিষ্পত্তির আশ্বাস দেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর