
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শুনানির আয়োজন করা হয়।
শুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (অনুসন্ধান) মো. মনজুর মোরশেদ। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেলা প্রশাসন ও দুদকের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরাসরি অভিযোগ তুলে ধরেন সেবা গ্রহণকারীরা।
শুনানিতে দুদক কর্মকর্তারা অভিযোগ গ্রহণ করেন এবং তা নিষ্পত্তির আশ্বাস দেন।
এআরএস