Logo

জাতীয়

প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মডেল মেঘনাকে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:২৪

প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মডেল মেঘনাকে

বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই মামলায় তার কথিত সহযোগী ও সানজানা ম্যানপাওয়ারের মালিক দেওয়ান সমিরকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া শুনানি শেষে এ আদেশ দেন।

এ সময় মেঘনা আলমকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর।

মামলার অভিযোগে বলা হয়, মেঘনা আলম ও দেওয়ান সমিরসহ অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজন মিলে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে তুলেছেন। তারা সুন্দরী ও আকর্ষণীয় নারীদের ব্যবহার করে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য দেশি ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে সেই সম্পর্ককে কেন্দ্র করে সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে।

দেওয়ান সমির ‘KAWAII Group’-এর সিইও ও ‘সানজানা ইন্টারন্যাশনাল’ ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক। তিনি আগে ‘মিরআই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের সাথেও যুক্ত ছিলেন।

অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন স্মার্ট ও আকর্ষণীয় নারীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে সহজ প্রবেশাধিকার তৈরি করেন তিনি। এরপর ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা আদায় করতেন।

জেএন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর