প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মডেল মেঘনাকে

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:২৪

বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই মামলায় তার কথিত সহযোগী ও সানজানা ম্যানপাওয়ারের মালিক দেওয়ান সমিরকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া শুনানি শেষে এ আদেশ দেন।
এ সময় মেঘনা আলমকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর।
মামলার অভিযোগে বলা হয়, মেঘনা আলম ও দেওয়ান সমিরসহ অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজন মিলে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে তুলেছেন। তারা সুন্দরী ও আকর্ষণীয় নারীদের ব্যবহার করে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য দেশি ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে সেই সম্পর্ককে কেন্দ্র করে সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে।
দেওয়ান সমির ‘KAWAII Group’-এর সিইও ও ‘সানজানা ইন্টারন্যাশনাল’ ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক। তিনি আগে ‘মিরআই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের সাথেও যুক্ত ছিলেন।
অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন স্মার্ট ও আকর্ষণীয় নারীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে সহজ প্রবেশাধিকার তৈরি করেন তিনি। এরপর ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা আদায় করতেন।
জেএন/এমবি