ভোয়া বন্ধ করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৭:০৯

মার্কিন অর্থায়নে পরিচালিত ভয়েস অফ আমেরিকা (ভোয়া) বন্ধ করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভোয়ার কর্মী-প্রতিবেদক ইউনিয়ন এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।
শুক্রবার (২১ মার্চ) রাতে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে মামলাটি দাখিল করা হয়। মামলার প্রধান বাদী হলেন ভোয়া’র হোয়াইট হাউস ব্যুরো প্রধান প্যাটসি উইডাকাসওয়ারা।
মামলায় অভিযোগ করা হয়েছে, ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে অবৈধভাবে ভোয়া বন্ধ করে দিয়েছে। এর মাধ্যমে প্রথম সংশোধনী অধিকার লঙ্ঘন করা হলো। রিপাবলিকানরা অভিযোগ করেছেন, সংবাদের উত্সটিতে বামপন্থী প্রচারণার প্রভাব রয়েছে। তবে এর পরিচালনকারীরা বলছেন, এটিকে বাস্তবে সমর্থন করা হয় না।
সাংবাদিক নেতারা বলেন, ইউএসএজিএম-এর আওতাধীন সংবাদ সংস্থাগুলোর পুনর্বহাল করা হোক। এ ছাড়া রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি (RFE/RL), রেডিও ফ্রি এশিয়া (RFA) এবং মিডল ইস্টার্ন ব্রডকাস্ট নেটওয়ার্ক (MBN)- এর জন্য পুনরায় অর্থায়ন চালু করা হোক।
এটিআর/