Logo

সারাদেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে বিএনপির মিছিল

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৬:০৫

সোনারগাঁয়ে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে বিএনপির মিছিল

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে কাঁচপুর নয়াবাড়ি এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় মিছিলে নেতৃত্ব দেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। মিছিলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধরা।

এ বিষয়ে কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম বলেন, ‘ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা ভোরে কাঁচপুরে মিছিল করেছে। তাদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা গেছে। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি।’

বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘ছাত্রলীগ নিষিদ্ধ হলেও তারা সরকারি প্রশ্রয়ে মাঠে নেমেছে। প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা আরও বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’

সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, ছাত্রলীগের মিছিলের ভিডিও ঘোলাটে হওয়ায় কাউকে শনাক্ত করা যায়নি। শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। দুপুরে বিএনপির মিছিলও নজরদারিতে ছিল।

সজীব হোসেন/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর