Logo

আন্তর্জাতিক

কাশ্মীরের পর্যটকদের উপর হামলা, নিহত ২৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ২৩:১৮

কাশ্মীরের পর্যটকদের উপর হামলা, নিহত ২৬

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত ও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার পহেলগাঁওয়ের রাস্তার ধারের সবুজ জমি বৈসারণে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা।

পহেলগাঁওয়ের বাইসারন, যেখানে কেবল পায়ে হেঁটে যাওয়া যায়। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও পর্যটন মৌসুমে এখানে প্রচুর ভিড় থাকে। ঘটনার পরপরই, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সাথে একটি পুলিশের দল ঘটনাস্থলে ছুটে যায়। পর্যটকদের সরিয়ে নিতে ও হামলার পেছনে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান শুরু করে।

এই বছর পর্যটকদের উপর এটিই প্রথম হামলা। গত বছরের মে মাসে পর্যটকদের উপর আক্রমণের ঘটনা ঘটেছিল। তখন দুই পর্যটক আহত হয়েছিলেন। সেই ঘটনাটিও পহেলগাঁওয়েই ঘটেছিল। 

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলার নিন্দা করেছেন। সৌদি আরবের জেদ্দা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন। অমিত শাহ শীঘ্রই শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই । যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা প্রদান করা হচ্ছে। এই জঘন্য কাজের পিছনে যারা রয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে...তাদের রেহাই দেওয়া হবে না! তাদের দুষ্ট উদ্দেশ্য কখনো সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আমাদের সংকল্প অটল এবং এটি আরও শক্তিশালী হবে।’

অন্যদিকে, পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি ও পিপলস কনফারেন্স নেতা সাজাদ লোন পর্যটকদের উপর হামলার নিন্দা জানিয়েছেন। 

মেহবুবা মুফতি এক্স পোস্টে বলেন, আমি পহেলগাঁওয়ে পর্যটকদের উপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই... এই ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য এবং এর নিন্দা করা উচিত। ঐতিহাসিকভাবে, কাশ্মীর পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে, যা এই বিরল ঘটনাটিকে গভীরভাবে উদ্বেগজনক করে তুলেছে।

তিনি লিখেন, অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য এবং সম্ভাব্য নিরাপত্তা ত্রুটিগুলি পরীক্ষা করার জন্য একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের আক্রমণ প্রতিরোধে পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের সমবেদনা ভুক্তভোগী এবং তাদের পরিবারের সাথে রয়েছে।

আক্রমণকারীদের আমাদের ভবিষ্যতের শত্রু আখ্যা দিয়ে সাজাদ লোন বলেন, এই আক্রমণ কাশ্মীরের পর্যটন শিল্প এবং অর্থনীতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি জঘন্য এবং কাপুরুষোচিত কাজ। কয়েক দশক ধরে, আমাদের মহান অতিথি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমাদের আতিথেয়তার ইতিহাস রয়েছে। কিছু কাপুরুষ সন্ত্রাসী এটিকে ধ্বংস করতে চায়। বছরের পর বছর সংগ্রামের পর, আমাদের পর্যটন শিল্প অবশেষে প্রাণ ফিরে পেয়েছে। মানুষ আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল - পুনর্নির্মাণের জন্য। এখানে এই কুৎসিত খলনায়করা আশা ভেঙে দেওয়ার জন্য এসেছে।

লোন আরও বলেন, আক্রমণকারীরা কাশ্মীরিদের সবচেয়ে খারাপ শত্রু। তারা আমাদের আতিথেয়তার ইতিহাসকে কলুষিত করে, আমাদের গৌরবময় অতীতকে কলঙ্কিত করে। তারা আমাদের বর্তমানের জন্য অভিশাপ। তারা আমাদের শিশুদের, আমাদের তরুণ প্রজন্মের শত্রু। আমাদের ঐক্যবদ্ধভাবে একটি বার্তা পাঠাতে হবে যে সন্ত্রাসের প্রতি কোনও সহনশীলতা নেই। আসুন আমরা শান্তিতে এবং অর্থনৈতিক মর্যাদায় আমাদের জীবনযাপন করি।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর