Logo

জাতীয়

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনে বিক্ষোভ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১২:২৭

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনে বিক্ষোভ

আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও বিএনপি নেতা ইশরাক হোসেনকে এখনো মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি। এ অবস্থায় তাকে দ্রুত শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নগর ভবনের সামনে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নগর ভবনের সামনে জড়ো হন। সেখানে তারা ‘ইশরাককে শপথ দিতে হবে’ ইত্যাদি স্লোগানে নগর ভবন এলাকা মুখর করে তোলেন।

বিক্ষোভকারীরা বলেন, সরকার যদি গড়িমসি করে, তবে আর অপেক্ষা নয়—জনগণ নিজেরাই ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেবে।

এর আগে, বুধবারও একই দাবিতে নগর ভবনের ভেতরে-বাইরে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র হিসেবে ঘোষণা করে। এর আগে, ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে আওয়ামী লীগ প্রার্থী ফজলে নূর তাপসের প্রাপ্ত ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ বিজয়ী ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস বিজয়ী হন। নির্বাচনের ফল বাতিল চেয়ে ওই বছরের ৩ মার্চ আদালতে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের পরও শপথ অনুষ্ঠান না হওয়ায় ক্ষোভে ফুঁসছে বিএনপি নেতাকর্মীরা।

  • ডিআর/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর