Logo

ভিডিও

স্বপ্নপূরণ হলে বিদেশে চলে যাব : সালমান মুক্তাদির

Icon

তানাজা আফরিন

প্রকাশ: ২০ মে ২০২৫, ১০:১৮

জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির নানা সময়ে দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা করে থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার একটি ভিডিও, যেখানে তিনি নিজেই জানিয়েছেন নতুন বাংলাদেশে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন তিনি।


সেই ভিডিও তে তিনি জানান তার সকল সপ্ন যখন পূরণ হবে তখন সে এই দেশ ত্যাগ করবেন। যদিও এই সিদ্ধান্ত আবেগপ্রবণ কোনো সিদ্ধান্ত নয়, বরং বাস্তবতার নিরিখেই তা নিয়েছেন। তার ভাষায়, “ছোটবেলা থেকেই আমার বিদেশে যাওয়ার ইচ্ছা ছিল, আর এখন সেটা বাস্তবে রূপ দিতে চাই। সেখানে গিয়েও যদি দেশের জন্য কিছু করার সুযোগ আসে, আমি করব।”


কিন্তু ভবিষ্যতে যদি দেশের বাইরে যাওয়া হয় তবে দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কোনো কথা বলবেন না বলে জানান তিনি। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর