Logo

ভিডিও

জামালপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে হামলা-লুটপাটের অভিযোগে মানববন্ধন

Icon

মেহেদী হাসান, মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২০ মে ২০২৫, ১১:৪৩

জামালপুরের মাদারগঞ্জে বসতবাড়িতে হামলা, লুটপাট প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার (১৯ মে) দুপুরে গুণারীতলা ইউনিয়নের পশ্চিমপাড়া মসজিদ মোড়ে কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা।

অভিযোগকারীরা জানান, স্থানীয় কৃষকদল নেতা সাইফুল তার ভাই ইসমাইলের নেতৃত্বে একদল হামলাকারী গত শুক্রবার ভোরে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্রে সজ্জিত হামলাকারীরা আধাপাকা ঘর ভাঙচুর করে, মালামাল স্বর্ণালংকার লুটে নেয় এবং নগদ লাখ টাকা নিয়ে যায় বলে দাবি করেন তারা।

ভুক্তভোগী বাদল প্রামানিক বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পৈতৃক জমিতে বসবাস করছি। ভূমিদস্যুরা আমাদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে, মারধর করে বের করে দিয়েছে।চামেলী বেগম বলেন, ‘অনেক কষ্টে গার্মেন্টসে কাজ করে বাড়ি করেছি। এখন সন্তানসহ খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর