Logo

আইন ও বিচার

ইশরাকের শপথ নিয়ে রিটের রায়, সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৫, ১১:০১

ইশরাকের শপথ নিয়ে রিটের রায়, সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশ ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রিটের আদেশ দেবেন। 

আদেশকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে প্রবেশের গেটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাজার গেট, বার কাউন্সিল গেটে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, গতকাল ইশরাক হোসেনকে ডিএনসিসিরি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

  • এনএমএম/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর