-6833e7cf8a559.jpg)
কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত হলো জনপ্রিয় বার্ষিক ক্যালগেরি ম্যারাথন। রোববার (২৫ মে) সকালে আয়োজিত এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ৪ হাজার ৫০০ জন প্রতিযোগী। এতে চতুর্থবারের মতো অংশ নেন ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও।
ফুল ম্যারাথন (৪২.২ কিমি) বিভাগে অংশ নেন বাংলাদেশি নাট্য নির্দেশক জাহিদ হক ও সংগীতশিল্পী শারমিন ইয়াসিন। এ ছাড়া আংশিক ম্যারাথনে অংশ নেন তাজিয়া খুশবু।
১৯৬৩ সাল থেকে শুরু হওয়া এই ম্যারাথন কানাডার দীর্ঘতম চলমান রোড রেস। এটি আলবার্টা প্রদেশের ‘শ্রেষ্ঠ রোড রেস’ হিসেবে এখন পর্যন্ত আটবার স্বীকৃতি পেয়েছে।
আয়োজনে শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ নাগরিক পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। আলট্রা (৫০ কিমি), ফুল (৪২.২ কিমি) এবং হাফ (২১.১ কিমি) ম্যারাথন ছিল সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট।
ম্যারাথন শেষে অনুভূতি জানিয়ে জাহিদ হক বলেন, এই দৌড়ে অংশ নেওয়া এক ভিন্ন অভিজ্ঞতা। শারীরিক সুস্থতা ও সচল জীবনের জন্য ম্যারাথনের কোনো বিকল্প নেই।
- এটিআর