Logo

জাতীয়

ঈদে নিরাপত্তা নিয়ে ‘শতভাগ কনফিডেন্ট’ স্বরাষ্ট্র উপদেষ্টা, মাঠে থাকবে ৫০০ পেট্রোল টিম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৪:৩১

ঈদে নিরাপত্তা নিয়ে ‘শতভাগ কনফিডেন্ট’ স্বরাষ্ট্র উপদেষ্টা, মাঠে থাকবে ৫০০ পেট্রোল টিম

ঈদগাহ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

ঢাকার নিরাপত্তা নিয়ে এবার কোনও ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবার নিরাপত্তা নিয়ে আমি শতভাগ কনফিডেন্ট। ঈদকে ঘিরে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।

শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জানান, ঈদের দিন রাজধানীর অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫০০ পেট্রোল টিম কাজ করবে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটি না নিয়ে সারাদেশেই মাঠে রয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতি বছর যেভাবে সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, এবারও সেভাবেই হবে, ইনশাআল্লাহ। জাতীয় ঈদগাহে যারা নামাজ পড়বেন, তাদের জায়নামাজ আনতে হবে না। আমাদের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু দোয়া করবো যেন ঈদের দিন বৃষ্টি না হয়। তবে যদি বৃষ্টি হয়, তাহলে ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

ঈদকেন্দ্রিক চুরি ও ছিনতাইয়ের বিষয়ে তিনি জানান, অলিগলিতেও পেট্রোল টিম তৎপর থাকবে। একইসঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কাছে যদি কোনও তথ্য থাকে, সঙ্গে সঙ্গে থানায় জানান। ছোটখাটো ঘটনাও যেন না ঘটে, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি।’

থানায় মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সিলেট বিভাগে অনলাইন জিডি চালু করা হয়েছে। ভবিষ্যতে অনলাইন জিডি ও মামলার ব্যবস্থা আরও বিস্তৃত করা হবে।’

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মহাখালীতে এক সাংবাদিকের ওপর হামলার বিষয়টি আমার নজরে এসেছে। আমরা তদন্ত করছি। আপনারা মাঠে যান, সত্য তথ্য তুলে ধরুন। ভুল তথ্য বা গুজব যেন ছড়ানো না হয়, কারণ তাতে আমাদের ক্ষতি হয় এবং এমন সুযোগ পার্শ্ববর্তী দেশও নিতে পারে।’

অপরাধী গ্রেপ্তারের পর পুনরায় অপরাধে জড়ানোর বিষয়ে তিনি বলেন, এটা আদালতের বিষয়। কিছুদিন আগে এক শীর্ষ সন্ত্রাসী ছাড়া পেয়েও আবার অপরাধে জড়িয়েছিল, তাকেও আবার আইনের আওতায় আনা হয়েছে। কেউ আইন ভাঙলে তাকে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান।

নিরাপত্তা নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা কোনও ধরনের ঝুঁকি রাখতে চাই না। এবারের নিরাপত্তা ব্যবস্থা শতভাগ নিশ্চিত।’

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাহাঙ্গীর আলম চৌধুরী ঈদুল আজহার সব খবর ঈদুল আজহা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর