Logo

সারাদেশ

অটোমেটিক ডাস্টবিন বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ২০:২১

অটোমেটিক ডাস্টবিন বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

ভোলার লালমোহনে অটোমেটিক ডাস্টবিন তৈরির সময় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র মোস্তাকিম মাহির (১৫) মৃত্যু।

ভোলার লালমোহনে অটোমেটিক ডাস্টবিন তৈরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাকিম মাহি (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জুন) রাতে পৌর শহরের কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম মাহি লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি লালমোহন মধ্য বাজার এলাকার চালের আড়ৎদার মো. মনির হোসেনের ছেলে। তার মা পশ্চিম বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক।

নিহতের স্বজনরা জানান, প্রযুক্তিপ্রেমী মাহি পলিটেকনিক্যাল শিক্ষার প্রতি আগ্রহী ছিল। নিজ ঘরে বসেই বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে শিক্ষামূলক কিছু বানানোর চেষ্টা করত তিনি। শনিবার রাতে বৈদ্যুতিক মোটর ও ফ্যান ব্যবহার করে একটি অটোমেটিক ডাস্টবিন বানানোর সময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়ালের সঙ্গে ছিটকে পড়ে যায় মাহি।

মাহির খালু মনির হাওলাদার জানান, মাহি তার রুমে বসে মোটর দিয়ে অটোমেটিক ডাস্টবিন বানানোর চেষ্টায় ছিল। এ সময় অসতর্কতাবশত বিদ্যুতায়িত হয়ে ওয়ালে ছিটকে পড়ে। ঘটনার সময় তার বাবা-মা বাজারে ছিলেন। বাজার থেকে ফিরেই তারা ছেলেকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তার আগেই মাহির মৃত্যু হয়।

লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়বুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ৮টায় জরুরি বিভাগে মাহিকে আনা হয়। ইলেকট্রিক শকে তার মৃত্যু হয়েছে।

মেজবাহউদ্দিন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্ট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর