যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৮:১৯
আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৯:১৯
-6801b6d49e4ac.jpg)
ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০২ জন। হুথি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এই হামলা চালানো হয়। হুথি পক্ষ দাবি করেছে, এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির ওপর অন্যতম বড় ধরনের হামলা।
হুথি গোষ্ঠীর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, হামলার সময় বন্দরে তেলের কার্যক্রম চলছিল। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, হুথি যোদ্ধাদের জ্বালানি সরবরাহের রুট বন্ধ করতেই এই অভিযান চালানো হয়েছে। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, রেড সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরনের সামরিক অভিযান অব্যাহত থাকবে।
গত কয়েক মাস ধরেই রেড সাগর হয়ে যাওয়া আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে হুথিদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। এতে করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে।
- এটিআর