• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বিরোধী দলীয় চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী আর নেই

জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী

সংগৃহীত ছবি

শোক সংবাদ

বিরোধী দলীয় চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী আর নেই

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ আগস্ট ২০১৮

জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ ও সাবেক মন্ত্রী তাজুল ইসলাম চৌধুরী আর নেই। সোমবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

আজ মঙ্গলবার বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুম তাজুল ইসলাম চৌধুরীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংসদে বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, এলজিআরডি মন্ত্রী কন্দকার মোশাররফ হোসেন, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পৃথক শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads