Logo

আন্তর্জাতিক

প্রেমিকের সঙ্গে রাত কাটানোর পর খুন, রোমহর্ষক ফুটেজ প্রকাশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১২:০২

প্রেমিকের সঙ্গে রাত কাটানোর পর খুন, রোমহর্ষক ফুটেজ প্রকাশ

গত ২৭ ফেব্রুয়ারি রাতে ভারতের হরিয়ানার কংগ্রেস নেত্রী হিমানি নারওয়ালকে প্রেমিক শচীন কর্তৃক খুনের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমিকের সঙ্গে রাত কাটানোর পর পরদিন সকালে তীব্র ঝগড়ার পর শচীন হিমানিকে শ্বাসরোধ করে হত্যা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, শচীন ও হিমানির পরিচয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়। পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। হিমানি একা বাসায় থাকতেন। শচীন নিয়মিত তার বাড়িতে আসতেন। ২৭ ফেব্রুয়ারির রাতে শচীন হিমানির সঙ্গে ছিলেন। পরদিন সকালে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। যার পরিণতিতে শচীন হিমানিকে ওড়না দিয়ে বেঁধে মোবাইলের চার্জারের তার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

পুলিশ আরও জানায়, হত্যার পর শচীন হিমানির মৃতদেহ একটি কালো ট্রলিব্যাগে ভরে নিয়ে যান। সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য ধরা পড়ে। এরপর শচীন হিমানির গয়না, মোবাইল, ল্যাপটপসহ অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে নিজের বাড়িতে চলে যান। রাতে আবার হিমানির বাড়িতে ফিরে এসে একটি অটো ভাড়া করে ট্রলিব্যাগসহ মৃতদেহ ফেলে আসেন।

এ বিষয়ে শচীন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, হিমানি তাকে ব্ল্যাকমেল করে বড় অঙ্কের টাকা আদায় করেছিলেন। ফলে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে পুলিশ এই দাবিকে সন্দেহের চোখে দেখছে। পুরো ঘটনার তদন্ত চলছে।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর