ওয়াকফ আইন জারি করতে দেওয়া হবে না : মমতার দপ্তর থেকে আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৮:১৭
-67f7b6e1d83a9.jpg)
ভারতের পশ্চিমবঙ্গে ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিক্ষোভের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে আশ্বাস এসেছে—ওই আইন রাজ্যে জারি করতে দেওয়া হবে না। এ তথ্য জানিয়েছেন রাজ্যটির গ্রন্থাগার মন্ত্রী ও তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি একইসাথে জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) কলকাতার মৌলালি থেকে রামলীলা ময়দান পর্যন্ত সংখ্যালঘুদের এক বিশাল মিছিল শেষে সিদ্দিকুল্লাহ জানান, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোনে তিনি এই আশ্বাস পেয়েছেন। তিনি সংখ্যালঘু সমাজকে উস্কানি থেকে দূরে থেকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানান।
সম্প্রতি মুর্শিদাবাদের জঙ্গিপুর ও নদিয়ার নবদ্বীপে ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সংঘর্ষ ও যানবাহন ভাঙচুরের অভিযোগ উঠেছিল। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সিদ্দিকুল্লাহ দুঃখ প্রকাশ করেন এবং বলেন, আমরা এমন ঘটনা চাই না।
তিনি আরও জানান, ওয়াকফ আইনের বিরুদ্ধে এক কোটির বেশি সংখ্যালঘুর স্বাক্ষর সংগ্রহ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো হবে।
ভারতীয় সংসদে পাশ হওয়া এই সংশোধনী আইন নিয়ে ইতোমধ্যে পশ্চিমবঙ্গসহ নানা রাজ্যে উত্তেজনা দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা নিজেও নেতাজি ইন্ডোরে এক সভায় মুসলিমদের আশ্বস্ত করে বলেছেন, ‘আপনাদের সম্পত্তি আমি রক্ষা করব, আমি আপনাদের পাশে আছি।’ সূত্র : আনন্দবাজার
ডিআর/বিএইচ