ভারতের হামলার জবাবে পাল্টা হামলা পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৭:৫৯

ছবি : রয়টার্স
ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা চালাল পাকিস্তান। বুধবার সকালে (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বিবিসি জানায়, ‘পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে।’
এদিকে ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি জানায়, ‘ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান।’
এর আগে ভারতের দুইটি বিমান এবং একটি ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।
গত ২২শে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এরপর থেকে দুই দেশের মধ্যে শুরু হওয়া উত্তেজনার মধ্যেই এ হামলা ঘটল।
সবশেষ খবরে বিবিসি জানিয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।
- এটিআর