Logo

রাজধানী

রাজধানীতে চাঁদা না পেয়ে নার্সারি ব্যবসায়ীকে গুলি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ২০:৫১

রাজধানীতে চাঁদা না পেয়ে নার্সারি ব্যবসায়ীকে গুলি

চাঁদা না দেওয়ায় রাজধানীর গুলশান লেকপাড়ে এক নার্সারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১৩ মে) দুপুরে গুলশান-১ লেকপাড়ের সামনে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম শরিফুল ইসলাম (৩৫)।

তিনি বলেন, মহাখালী এলাকায় আমার নার্সারি ব্যবসা রয়েছে। দুপুরে বাসা থেকে বাসে করে মহাখালী যাচ্ছিলাম। পথে জ্যাম দেখে গুলশান এলাকায় নেমে হাঁটছিলাম। এ সময় তিন থেকে চারজন মাস্ক পরিহিত যুবক আমাকে ডেকে বলে এদিকে আসেন কথা আছে। না যেতে চাইলে জোর করে নিয়ে যায়। একপর্যায়ে তাদের কাছে থাকা পিস্তল দিয়ে আমার পেটের বাম পাশে গুলি করে পালিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।  

ওই ব্যবসায়ী আরও বলেন, একমাস আগে পিচ্চি রুবেল নামে এক সন্ত্রাসী ফোনকলে আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ধারণা করছি, সেই চাঁদা দিতে অস্বীকার করায় তার লোকজন আজ আমাকে গুলি করেছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) রাজু আহমেদ বাংলাদেশের খবরকে বলেন, তিনি প্রশিক্ষণে আছেন। তবে তিনিও এমন ঘটনা শুনেছেন।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ (পরিদর্শক) ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ওই ব্যক্তির পেটের বাম পাশে গুলির চিহ্ন আছে। তার অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

এনএমএম/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর