Logo

অপরাধ

ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর : গ্রেপ্তার ৭২, মামলা ১০

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১০:৩১

ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর : গ্রেপ্তার ৭২, মামলা ১০

গাজায় হামলার প্রতিবাদে সোমবারের বিক্ষোভ চলাকালে বিভিন্ন দোকানে ভাঙচুর ও হামলার ঘটনায় এ পর্যন্ত অন্তত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরইমধ্যে ১০টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন।

এর আগে মঙ্গলবার সকালে পুলিশের বরাত দিয়ে সরকারি এক বিবৃতিতে বলা হয়, সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এসব হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি চরম অবমাননা।

এনএমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর