• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
হজের চিকিৎসকদলের সহায়তায় গানম্যান গাড়িচালক বাবুর্চি!

হজ

সংরক্ষিত ছবি

ধর্ম

হজের চিকিৎসকদলের সহায়তায় গানম্যান গাড়িচালক বাবুর্চি!

  • কামাল মোশারেফ
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৮

চলতি মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের সেবায় গঠিত চিকিৎসকদলকে সহায়তা দিতে ১২১ সদস্যের ‘হজ সহায়কদল’ পাঠানো হচ্ছে সৌদি আরবে। অভিযোগ উঠেছে, এই দলে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের স্থানে এমন সব কর্মকর্তা-কর্মচারী নেওয়া হচ্ছে, যাদের অনেকেই এ কাজের উপযোগী নন। তাদের মধ্যে আছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী, সংসদের সিকিউরিটি ইন্সপেক্টর, সংসদীয় কমিটির সভাপতির সহকারী সচিব, সচিবের বক্তিগত কর্মকর্তা, মন্ত্রীর গানম্যান, গাড়িচালক, ফটোকপি অপারেটর, হিসাবরক্ষক, ইসলামিক ফাউন্ডেশনের ডিজির পিএস, বিক্রয়কর্মী, খাদ্যমন্ত্রীর গাড়িচালক, বাবুর্চি এমনকি সচিবের গাণম্যানও।

অভিযোগ রয়েছে, প্রতিবছরই হজ সহায়কদল থেকে শুরু করে বিভিন্ন দল ও গাইড হিসেবে যারা সৌদি যান, তাদের অনেকেই হজযাত্রীদের যথাযথ সেবা দেন না। ফলে ভোগান্তিতে পড়েন হজযাত্রীরা। এ ছাড়া এই সহায়কদলের প্রত্যেক সদস্যের পেছনে সরকারের ব্যয় হয় গড়ে ৬ থেকে ১০ লাখ টাকা।

হজযাত্রীদের চিকিৎসাসেবায় এবার ২৩৭ সদস্যের হজ চিকিৎসকদল গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়। তাদের ১০৫ জন চিকিৎসক, ৭৮ জন নার্স-ব্রাদার, ৪১ জন ফার্মাসিস্ট ও ১৩ জন ওটি অ্যাসিস্ট্যান্ট-ল্যাবরেটরি টেকনিশিয়ান। এ হজ চিকিৎসকদলকে সহায়তায় গত ৯ জুলাই ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এসএম মনিরুজ্জামান ১২১ সদস্যের একটি সহায়কদলের প্রজ্ঞাপন জারি করেন। দলটি চার ভাগে সৌদি যাবে। প্রথম দলটি ১৩ জুলাই থেকে ২৪ আগস্ট, দ্বিতীয়টি ২৮ জুলাই থেকে ২৭ আগস্ট, তৃতীয়টি ৮ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ও চতুর্থটি ১৪ আগস্ট সৌদি যাবে এবং দায়িত্ব শেষে ২৫ সেপ্টেম্বর দেশে ফিরবে।

প্রজ্ঞাপনের তালিকা অনুযায়ী, এ দলে রয়েছেন ধর্মমন্ত্রীর দফতরের অফিস সহায়ক মহিবুর রহমান সেলিম, ইকবাল হোসেন মোল্লা, ধর্ম মন্ত্রণালয়ের সচিবের অফিস সহায়ক সম্রাট, অতিরিক্ত সচিবের (উন্নয়ন) ব্যক্তিগত কর্মকর্তা হাতেম আলী, ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ডিজির পিএস জাকির হোসেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহকারী একান্ত সচিব নাছরিন সাবিহা আক্তার বানু, নৌমন্ত্রীর গানম্যান মোফাজ্জেল হোসেন, ইফা সচিবের বাসভবনে কর্মরত গাড়িচালক মিজানুর রহমান, ইফার সেকশন অফিসর রিজাউল করিম, ফিল্ড অফিসার খোরশেদ আলম, ধর্ম মন্ত্রণালয়ের গাড়িচালক মাহমুদ মিয়া, হজ শাখার অফিস সহায়ক ইলিয়াস আহমেদ, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের (প্রশাসন) ব্যক্তিগত কর্মকর্তা মফিজ উদ্দিন, প্রশাসন শাখা-২-এর অফিস সহায়ক রাশিদুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাইফুর রহমান, ময়মনসিংহ পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর জাভেদ ইকবাল, খাদ্যমন্ত্রীর গাড়িচালক আনোয়ার হোসেন, আশকোনা হজ অফিসের ক্যাশিয়ার খলিলুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের হিসাবরক্ষক শহীদ উল্যাহসহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাও।

একাধিক হজ এজেন্সির মালিক অভিযোগ করে বলেন, চিকিৎসকদলকে সহায়তার জন্য যাদের নেওয়া হচ্ছে তারা কেউ জানেই না কী উপায়ে চিকিৎসকদলকে সহায়তা করবেন। চিকিৎসকদের সহায়তা করতে পারেন নার্স-ব্রাদার, ফার্মাসিস্ট; তাদের সঙ্গে থাকতে পারেন কিছু পরিচ্ছন্নকর্মী। সেখানে চিকিৎসক, নার্স-ব্রাদার, পরিচ্ছন্নকর্মীদের নিয়ে স্বয়ংসম্পূর্ণ একটি দল পাঠানোই যথেষ্ট। আলাদা করে সহায়ক টিম পাঠানোর মানে সরকারি টাকার অপচয়।

এ প্রসঙ্গে ধর্ম সচিব মো. আনিছুর রহমান বলেন, সৌদি আরবে অসুস্থ বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা দিতে ডাক্তার, নার্স ও ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের নিয়ে গঠিত ২৩৭ সদস্যের হজ মেডিকেল টিম কাজ করবে। মেডিকেল টিমকে সহায়তা করবে ১২১ জন। এদের চার ভাগে সৌদি পাঠানো হবে। সহায়কদলের সদস্যরা মক্কা, মদিনা, জেদ্দা, আরাফাহ ও মুজদালিফাতে হজ চিকিৎসকদলকে সহায়তা করবেন। সহায়কদলের কোনো কোনো সদস্য সেবা দেওয়ার পরিবর্তে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন— এ অভিযোগ প্রসঙ্গে ধর্ম সচিব বলেন, এখানে যারা চিকিসক সহায়ক হিসেবে যাচ্ছেন তাদের প্রত্যেককেই হাজীদের সেবায় নিয়োজিত থাকতে হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান কঠোর। তিনি বলেন, সহায়ক সদস্যরা মেডিকেল-ক্লিনিকে রোগীদের সৃষ্ট ময়লা-আবর্জনা পরিষ্কার, চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণে সহযোগিতা এবং ক্লিনিক পরিচ্ছন্ন রাখার কাজ করবেন। ধর্ম সচিব আরো বলেন, হজ সহায়কদলের কোনো সদস্য দায়িত্বে অবহেলা করলে তাকে দেশে ফেরত পাঠানো হবে; বিভাগীয় মামলাও হবে তার বিরুদ্ধে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads