
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর মহিপুরে একটি নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে মহিপুর উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সকালে স্থানীয় কয়েকজন বড়ইতলা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেন। পরে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওই ব্যক্তির পরনে ছিল একটি কালো প্যান্ট। শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে।
স্থানীয়দের ধারণা, মরদেহটি খাপড়াভাঙ্গা নদী থেকে কাটাভারানী খাল হয়ে ভেসে এসে বড়ইতলা নদীতে পৌঁছেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ মণ্ডল বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।’
জাকারিয়া জাহিদ/এমআই