Logo

রাজনীতি

‘যৌক্তিক’ কারণে উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগের দাবি ইশরাকের

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৯:৫৩

‘যৌক্তিক’ কারণে উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগের দাবি ইশরাকের

আন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেছেন, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। যেহেতু তারা সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, এমনকি ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণ করারও ইচ্ছা পোষণ করছেন—এজন্য তাদের পদত্যাগ করা যৌক্তিক।

বুধবার (২১ মে) সকালে এক ফেসবুক পোস্টে ইশরাক বলেন, গণতান্ত্রিক চর্চা এবং রাজনৈতিক শিষ্টাচার রক্ষার্থে এ দুই উপদেষ্টার উচিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো। এতে সরকারের নিরপেক্ষতার ভাবমূর্তিই বৃদ্ধি পাবে।

তিনি স্মরণ করিয়ে দেন, নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন তা অনুসরণযোগ্য। তিনি মন্ত্রীত্ব ত্যাগ করে ন্যাশনাল সিটিজেন পার্টিতে (এনসিপি) যোগ দেন। অথচ চাইলে আরও কিছুদিন থেকে সুবিধা নিতে পারতেন। আগেও দেখা গেছে—সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহর মতো নেতারা প্রস্তাব পেলেও সরকারের অংশ না হয়ে সরাসরি রাজনীতির ময়দানে নামেন।

ইশরাক হোসেন বলেন, ক্ষমতা ধরে রাখলে দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতে বাধ্য হবেন। আর এতে সরকারের নিরপেক্ষতার প্রশ্নই অবান্তর হয়ে যাবে। বাস্তবতা হচ্ছে—কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, আর খাবে অন্যরা।

পদত্যাগ না করলে বিতর্ক চলতেই থাকবে—উল্লেখ করে তিনি বলেন, যদি সত্যিই দেশ ও জনগণের কল্যাণ চান, তবে এখনই পদত্যাগ করে সরাসরি রাজনীতিতে এসে অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে দেশের সেবা করুন। ক্ষমতায় থেকে ক্ষমতা নিরপেক্ষভাবে পরিচালনা করার সক্ষমতা আজ কারও নেই।

নিজেকে ঘিরে থাকা বিতর্কের জবাবে তিনি বলেন, আমাকেও একসময় সমালোচনার মুখে পড়তে হয়েছে। দিনের পর দিন আন্দোলনে নৈতিক সমর্থন দিয়েছি—এ কথা অস্বীকার করবো না। কিন্তু সেটা প্রয়োজন ছিলো আপনাদের ভুল পথ থেকে ফেরাতে। আমি আইন আদালতের পথ মেনে চলেছি। এখন প্রক্রিয়া শেষ না করে পিছু হটার সুযোগ নেই।

তিনি আরও বলেন, বর্তমানে যে বন্দোবস্ত চলছে, তা মূলত আগের নীতিরই বর্ধিত সংস্করণ। তাই উপদেষ্টা পদে থাকা ব্যক্তিদের রাজনৈতিক নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। যেহেতু তারা ভবিষ্যতে নির্বাচন করবেন বলে আভাস দিয়েছেন, তাহলে আজ পদত্যাগ করাই হবে তাদের জন্য সম্মানজনক ও জনসম্পৃক্ত সিদ্ধান্ত।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর