Logo

সারাদেশ

চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

বাগেরহাট বিএনপি নেতা খায়রুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫, ১৭:৪৭

বাগেরহাট বিএনপি নেতা খায়রুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ

কাজী খায়রুজ্জামান শিপন

চাঁদাবাজিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

বুধবার (২১ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের মনোনয়নপ্রত্যাশী শিপনের বিরুদ্ধে অতীতে চাঁদাবাজি, ঘের দখল, দলীয় নেতাকর্মীদের হয়রানি ও সাধারণ মানুষকে জিম্মি করার অভিযোগ ওঠে।

সবশেষ গত ১৬ মে মোরেলগঞ্জের উত্তরসূতারলী গ্রামে প্রবাসী জাহিদের বাড়ির দোয়া মাহফিলে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় খাবার ফেলে দেওয়ার অভিযোগ ওঠে শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রবাসীর পরিবার থেকে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ করা হয়নি এবং পুলিশও কোনো আইনি পদক্ষেপ নেয়নি।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর