-67c6c276e05db.jpg)
রমজান সর্বশ্রেষ্ঠ মাস। এ মাসের ফজিলত বর্ণনা করে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। নিচে এ সংক্রান্ত ৬টি হাদিস তুলে ধরা হলো-
১. ‘রমজান মাস শুরু হলেই রহমতের দরজা খুলে দেওয়া হয়।’ (সহিহ মুসলিম, হাদিস : ১০৭৯/২)
২. যখন রমজান মাসের শুভাগমন হয়, জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। (সহিহ বুখারি, হাদিস : ৩২৭৭ ও সহিহ মুসলিম, হাদিস : ১০৭৯/১)
৩. ‘আল্লাহ তায়ালা প্রত্যহ ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন।’ (মুসনাদে আহমদ, হাদিস : ২২২০২)
৪. ‘রমজানের ওমরা হজ সমতুল্য।’ (জামে তিরমিজি, হাদিস : ৯৩৯)
৫. ‘রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করল, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল। আর যে এ মাসে একটি ফরজ আদায় করল, সে যেন অন্য মাসে ৭০টি ফরজ আদায় করল।’ (শুআবুল ঈমান, বায়হাকী : ৩/৩০৫-৩০৬)
৬. হাদিসে কুদসিতে আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় রোজা আমার জন্য, আর এর প্রতিদান স্বয়ং আমিই দেব।’ (সহিহ মুসলিম, হাদিস : ১১৫১/১৬৫)
- বাংলাদেশের খবরের ইসলাম বিভাগে লেখা পাঠান এই মেইলে- bkislamic247@gmail.com
বিএইচ/