Logo

সারাদেশ

আশুলিয়ার ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৮:০৫

আশুলিয়ার ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন নিয়েন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এরআগে, শুক্রবার (৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পাবনার টেক এলাকার শরিফের ঝুটের গোডাউনে আগুন লাগে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে শরিফের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায়  আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ডিআর/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর