Logo

সারাদেশ

ইঞ্জিন বিকল হওয়া ট্রলার থেকে ৬২ যাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৮:৩১

ইঞ্জিন বিকল হওয়া ট্রলার থেকে ৬২ যাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড

ছবি : বাংলাদেশের খবর

ভোলার সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মাঝের চর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে ৬২ জন যাত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৬ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, সকালে লক্ষ্মীপুর থেকে ইলিশা লঞ্চঘাটগামী একটি যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে পড়ে। এতে ট্রলারটি মাঝের চর এলাকায় নদীর মধ্যে ভাসতে থাকে। ট্রলারটিতে ৬০ জন যাত্রী এবং ২ জন মাঝি ছিলেন।

ট্রলারে থাকা একজন যাত্রী কোস্ট গার্ডকে বিষয়টি জানালে ইলিশা স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করে নিরাপদে ইলিশা লঞ্চঘাটে পৌঁছে দেয়।

এ ঘটনায় অবৈধভাবে যাত্রী পরিবহনের অভিযোগে ট্রলার ও মাঝিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ইলিশা নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে তারা। আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৫ উপলক্ষেও নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে এবং ভবিষ্যতেও এই তৎপরতা অব্যাহত থাকবে।

আদিল হেসেন তপু/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর