কাশ্মীরে পর্যটক নিহতের ঘটনায় উদ্বেগ জানাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৪:২৭

নিহতের স্বজনের আহাজারি। ছবি : সংগৃহীত
ভারতের কাশ্মীরের পাহেলগামে পর্যটক নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। বুধবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামলার শিকার ব্যক্তিদের প্রতি সহানুভূতি জানিয়েছেন। এ সময় তিনি জানান, এ ঘটনায় পাকিস্তান উদ্বিগ্ন। খবর বিবিসির।
বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘পর্যটকদের প্রাণহানির ঘটনায় তারা খুব উদ্বিগ্ন। আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠুন।’
এদিকে, পহেলগামে হামলার পর অনেক পর্যটক-ই এখন কাশ্মীর ছাড়ার চেষ্টা করছেন। শ্রীনগর বিমানবন্দরের ট্যুর অপারেটররা জানিয়েছেন, পহেলগাম হামলার পর দেশি পর্যটকরা কাশ্মীর ছাড়ার জন্য তাড়াহুড়ো করছেন। অনেক গাড়ি এখন বিমানবন্দরের দিকে আসছে।
ডিআর/এমজে