জামালপুরে কম দরে বীজ আলু কেনায় কৃষকদের মানববন্ধন
 
						মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর
প্রকাশ: ১২ মে ২০২৫, ১৩:৩৫
 
					ছবি : বাংলাদেশের খবর
বিএডিসির নির্ধারিত বীজ আলুর দাম কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা কমিয়ে দেওয়ার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে চুক্তিবদ্ধ আলু চাষিরা।
সোমবার (১২ মে) দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন বিএডিসি আলুবীজ চুক্তিবদ্ধ কৃষকরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় চুক্তিবদ্ধ কৃষক ফোরামের সভাপতি মো. রুহুল আমীন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুর রহমান রুমেল, জামালপুর জেলা ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন ও আলুবীজ চাষি আবুল কালাম।
বক্তারা জানান, ২০২৩-২৪ অর্থবছরে বিএডিসি থেকে ৪৮-৫৪ টাকা দরে ভিত্তিবীজ কিনে বীজ আলুর দাম পেয়েছেন ৩৫-৩৭ টাকা কেজি, যেখানে বাজারে খাবার আলুর দর ছিল ৭০-৮০ টাকা। অথচ চলতি অর্থবছরে ভিত্তিবীজের দাম নির্ধারণ করা হয়েছে ৬০-৬২ টাকা, আর বীজ আলুর দর নির্ধারণ করা হয়েছে মাত্র ২৬-২৮ টাকা, যা উৎপাদন খরচেরও নিচে। এতে কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তারা বলেন, বিএডিসির ভুল ও বাস্তবতাবিবর্জিত উৎপাদন ব্যয় নির্ধারণের কারণে কৃষকদের সর্বনাশ হচ্ছে। তারা দাবি করেন, ২০২৪-২৫ অর্থবছরে প্রতি কেজি বীজ আলুর মূল্য কমপক্ষে ৩৭-৩৯ টাকা নির্ধারণ করতে হবে, যাতে কৃষকরা টিকে থাকতে পারেন।
মেহেদী হাসান/এআরএস


 
			