Logo

ক্যাম্পাস

খুবি হবে ‘মিনি সুন্দরবন’ : উপাচার্য

খুবিসাসে নতুন নেতৃত্বের অভিষেক, ‘প্রতিচ্ছবি’র মোড়ক উন্মোচন

Icon

খুবি প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৫, ১৩:৪৬

খুবি হবে ‘মিনি সুন্দরবন’ : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটির অভিষেক। ছবি : বাংলাদেশের খবর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) নতুন কমিটির অভিষেক ও প্রথম বার্ষিক ম্যাগাজিন ‘প্রতিচ্ছবি’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি একরামুল হক।

নবনির্বাচিত সভাপতি আলকামা রমিন ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামসহ নতুন নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক দায়িত্ব হস্তান্তর করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শিক্ষার পাশাপাশি সাংবাদিকতা চর্চা শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে ভূমিকা রাখে। সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অর্জন ও সংকট গণমাধ্যমে উঠে আসে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করে।’

তিনি আরও জানান, খুলনা বিশ্ববিদ্যালয়কে ‘মিনি সুন্দরবন’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। “বাঘ ছাড়া সুন্দরবনের সব জীববৈচিত্র্য যেন এখানে সংরক্ষিত থাকে, সে লক্ষ্যে কাজ চলছে,’ বলেন উপাচার্য।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য সাংবাদিকতাকে বিশ্বের অন্যতম সম্মানজনক ও দায়িত্বশীল পেশা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, সত্য অনুসন্ধানই সাংবাদিকতার মূলভিত্তি। একটি ভুল সংবাদও কারও জীবনে বড় ক্ষতি করতে পারে।

তিনি গত বছরের জুলাই আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ভূমিকার প্রশংসা করে বলেন, তাদের নৈতিক অবস্থান বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও গণতান্ত্রিক পরিবেশকে সমৃদ্ধ করেছে।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি একরামুল হক সংগঠনের যাত্রাপথ ও অর্জন তুলে ধরেন। সঞ্চালনায় ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও খুবিসাস সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, খুবিসাসের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৮ এপ্রিল। আজ আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হলো।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর