• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
স্প্যাম কল শনাক্ত করবে অ্যান্ড্রয়েড

অ্যান্ড্রয়েড ফোন

ছবি : ইন্টারনেট

টেলিযোগাযোগ

স্প্যাম কল শনাক্ত করবে অ্যান্ড্রয়েড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৮

অ্যান্ড্রয়েড ডিভাইসে স্প্যাম কল শনাক্ত করতে ডিফল্ট ফোন অ্যাপে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সন্দেহজনক স্প্যাম কলগুলোকে সরাসরি ভয়েসমেইলে পাঠিয়ে দেবে অ্যাপটি। গুগল জানিয়েছে, ফিল্টার করা কলের জন্য ফোন বাজবে না এবং কোনো নোটিফিকেশনও পাবেন না ব্যবহারকারীরা। তবে যিনি কল করেছেন তিনি যদি কোনো ভয়েসমেইল পাঠান, তাহলে ব্যবহারকারীরা সেটি স্বাভাবিক প্রক্রিয়ায় জানতে পারবেন।

বর্তমানে কোনো কল এলে সেটি স্প্যাম কি না তা বোঝানোর জন্য পুরো ডিসপ্লে লাল দেখানো হয় ফোন অ্যাপে। এ ছাড়া স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম কল শনাক্ত করে গুগল। কিছু ক্ষেত্রে গুগল স্প্যাম কলকে সাধারণ কল হিসেবে এবং সাধারণ কলকে স্প্যাম হিসেবে শনাক্ত করছে। এ সমস্যার সমাধানে ব্যবহারকারীদের সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটি। যেসব ক্ষেত্রে গুগল স্বয়ংক্রিয়ভাবে কোনো স্প্যাম নাম্বার ফিল্টার করতে পারবে না সেক্ষেত্রে একজন ব্যবহারকারী চাইলেই নম্বরটিকে স্প্যাম হিসেবে রিপোর্ট করতে পারবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads