Logo

সারাদেশ

সারাদেশে ভূমি মেলা : ডিজিটাল সেবায় জনসম্পৃক্ততা বাড়ছে

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৭:০৭

সারাদেশে ভূমি মেলা : ডিজিটাল সেবায় জনসম্পৃক্ততা বাড়ছে

ছবি : বাংলাদেশের খবর

সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫। রোববার (২৫ মে) ডিজিটাল ভূমি সেবার প্রসার, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং ‘ভূমি উন্নয়ন কর’ অনলাইনে প্রদানে উদ্বুদ্ধ করতেই এ মেলার আয়োজন।

মুন্সীগঞ্জ, কুমিল্লা, ঝালকাঠি, লালমনিরহাট, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিরাজগঞ্জের তাড়াশসহ বিভিন্ন অঞ্চলে মেলায় অংশ নিচ্ছেন সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সাধারণ মানুষ। থাকছে র‌্যালি, কুইজ প্রতিযোগিতা, গণশুনানি ও সরাসরি সেবা গ্রহণের সুযোগ। বাংলাদেশের খবর’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত....

মুন্সীগঞ্জ : সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পতাকা ৭১ হয়ে সেটি একই স্থানে ফিরে আসে। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ সাধারণ মানুষ অংশ নেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত মেলার উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ। উদ্বোধনের পর অতিথিরা স্টল পরিদর্শন করেন।

একই দিন বেলা ১১টায় কুইজ প্রতিযোগিতা ও গণশুনানি হয়। মেলায় ৭টি স্টলের মধ্যে ৬টিতে ই-নামজারি, কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা দেওয়া হচ্ছে। একটি স্টলে রাখা হয়েছে অভিযোগ ও মতামত গ্রহণের ব্যবস্থা।

কুমিল্লা : কুমিল্লা জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার মেলার উদ্বোধন করেন। প্রদর্শনীতে অনলাইনে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, সার্টিফাইড কপি, জরিপ সংক্রান্ত তথ্য এবং আইন-বিধিমালার বিষয়ে ধারণা দেওয়া হয়।

কুইজ, অডিও-ভিডিও কনটেন্ট, আড্ডা ও সরাসরি সেবা গ্রহণের ব্যবস্থা ছাড়াও দর্শনার্থীদের প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে শহরে একটি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি : ঝালকাঠি ডিসি অফিস চত্বরে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। ৮টি স্টলে ভূমি অধিগ্রহণ, রেকর্ড রুম, সহকারী কমিশনার (ভূমি) অফিসসহ বিভিন্ন দপ্তরের সেবা প্রদর্শন করা হয়। আলোচনা সভায় ভূমি সচেতনতা ও ডিজিটাল সেবা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়।

লালমনিরহাট : কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মেলার উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মো. রাসেল মিয়া। ইউএনও জাকিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় কর্মকর্তারা।

মেলায় র‌্যালি, সচেতনতামূলক সভা, ডকুমেন্টারি প্রচার, ভ্রাম্যমাণ ভূমি সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। কালীগঞ্জের ৮টি ইউনিয়নে একযোগে ই-নামজারি, অনলাইন কর প্রদানসহ সব সেবা দেওয়া হচ্ছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়। ইউএনও সাইফুল ইসলামের সভাপতিত্বে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। ভূমি সেবাকে সহজ ও সবার কাছে পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

তাড়াশ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. মোসাব্বেরুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, তাড়াশ থানা ও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলায় ই-নামজারি, অনলাইন কর প্রদানের প্রক্রিয়া, জমির খতিয়ান ও মৌজা ম্যাপ সরবরাহ, ভূমি আইন সম্পর্কিত পরামর্শ ও গণশুনানির ব্যবস্থা রয়েছে। সাধারণ মানুষ সেবা গ্রহণের পাশাপাশি সরাসরি অভিযোগ জানাতে পারছেন।

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস থেকে একটি র‌্যালি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘুরে একই স্থানে ফিরে আসে। পরে ভূমি অফিস চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।

পূর্বধলা (নেত্রকোনা) : ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই স্লোগানে বিকেলে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহায়তায় এবং উপজেলা ভূমি অফিসের আয়োজনে মেলায় নামজারি, কর পরিশোধ, দখল সংক্রান্ত অভিযোগসহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা দেওয়া হচ্ছে। মেলা চলবে ২৫ থেকে ২৭ মে পর্যন্ত।

গাইবান্ধা : গাইবান্ধায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম। এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মো. জাহাঙ্গীর আলম বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি জহুরুল হক, উপাধ্যক্ষ আব্দুর রশিদসহ অন্যান্যরা।

গৌরনদী (বরিশাল) : জাতীয় ভূমি মেলা ২০২৫ উপলক্ষে গৌরনদীতে বিকেলে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা ভূমি অফিস ও উপজেলা প্রশাসন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসে এসে শেষ হয়। পরে ভূমি অফিস মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন। প্রধান অতিথি ছিলেন ইউএনও রিফাত আরা মৌরি।

সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ব্যাংক কর্মকর্তা নিপেন্দ্র কুমার, প্রকৌশলী শাহেদ আহম্মেদসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। বক্তারা ভূমি মেলায় সক্রিয় অংশগ্রহণ ও বকেয়া ভূমি কর পরিশোধে জনগণকে উৎসাহিত করেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর