• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সক্রিয় মৌসুমি বায়ু, বৃষ্টিপাতের সম্ভাবনা

সংগৃহীত ছবি

আবহাওয়া

সক্রিয় মৌসুমি বায়ু, বৃষ্টিপাতের সম্ভাবনা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০২ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ুর মোটামুটি সক্রিয় অবস্থানের কারণে দেশের প্রায় সর্বত্র আজ রোববার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর কোথাও কোথাও তা মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেও রূপ নিতে পারে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। যেটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ুর সক্রিয় এ অবস্থানের ফলে আজ দেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads