Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-কাতার ১.২ ট্রিলিয়ন ডলারের মহাচুক্তি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৭:৪৮

যুক্তরাষ্ট্র-কাতার ১.২ ট্রিলিয়ন ডলারের মহাচুক্তি

ছবি : আল জাজিরা

মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় ধাপে কাতারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৪ মে) সৌদি আরব সফর শেষে তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

সফরে দুই দেশের মধ্যে মোট ১.২ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের সঙ্গে ৯৬ বিলিয়ন ডলারের একটি বিমান চুক্তি, যার আওতায় মার্কিন বিমান প্রস্তুতকারক বোয়িং থেকে ২১০টি ৭৮৭ ড্রিমলাইনার ও ৭৭৭এক্স বিমান কেনা হবে।

এ ছাড়া কাতারের আল উদেইদ বিমানঘাঁটি এবং অন্যান্য প্রতিরক্ষা স্থাপনায় ৩৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

তিন দেশ সফরের এই মধ্যপ্রাচ্য সফর আজ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে শেষ হওয়ার কথা রয়েছে।

সূত্র : আল জাজিরা

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর