Logo

সারাদেশ

মির্জাপুরে ভূমি মেলা শুরু

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৬:৩১

মির্জাপুরে ভূমি মেলা শুরু

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুর ভূমি অফিসের উদ্যোগে ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ শীর্ষক তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ মে) সকাল ১১টায় ভূমি অফিসে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর আগে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বরে ঘুরে একই স্থানে ফিরে সমাপ্ত হয়।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, খাদ্য নিয়ন্ত্রক সুলতানা রুবী, ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং পৌরসভা ও প্রত্যেক ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ মেলায় আগত সকল নাগরিককে ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদর্শন এবং সুবিধা–সুবিধা সম্পর্কে অবহিত করা হবে, পাশাপাশি জমি সংক্রান্ত যেকোনো জটিলতা নিরসনে সহায়তা প্রদান করা হবে। মঙ্গলবার (২৭ মে) মেলার কার্যক্রম শেষ হবে।

রাব্বি ইসলাম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর