মুষলধারে হচ্ছে ‘রক্তবৃষ্টি’, চারপাশ লালে লাল!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১১:০৫

ছবি : সংগৃহীত
সম্প্রতি ইরানের হরমুজ দ্বীপে এক অদ্ভুত দৃশ্য দেখা গেছে, যেখানে মুষলধারে বৃষ্টির পর মাটির ওপর দিয়ে বেরিয়ে আসছে রক্তের মতো লাল রঙের পানি। দৃশ্যটি দেখে অনেকেই চমকে গেছেন।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে এই ঘটনার বিস্তারিত দেখা গেছে, যা অনেকেই কলি যুগের চরম দশার সঙ্গে তুলনা করছেন।হিন্দু শাস্ত্র মতে, কলি যুগের শেষ সীমায় এই ধরনের ‘রক্তবৃষ্টি’ হতে পারে, যা পাপ, হিংসা ও অধর্মের ঘটা বর্ণনা করে।
ইরানের হরমুজ দ্বীপের রেড বিচে প্রবল বৃষ্টির পর এই লাল বন্যার সৃষ্টি হয়েছে। যদিও এ দৃশ্য দেখে বিজ্ঞানীরা স্বাভাবিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা জানিয়েছেন, এই ‘রক্তবৃষ্টি’ কোনো অতিপ্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি প্রকৃতির একটি সাধারণ চমকপ্রদ প্রদর্শনী।
মূলত হরমুজ দ্বীপের মাটিতে আয়রন অক্সাইডের পরিমাণ অত্যন্ত বেশি, যার ফলে সেখানে লাল রঙের পানি দেখা যায়। দ্বীপের সৈকতও লাল রঙ ধারণ করে, এমনকি সমুদ্রের পানি এখানে এসে আছড়ে পড়লে তা লাল রঙ ধারণ করে।

এই দ্বীপের ম্যানগ্রোভ অরণ্যও অন্যান্য নজরকাড়া। এখানে এমন কিছু বিষ্ময়কর গাছে রয়েছে, যা সমুদ্রের জোয়ারে সম্পূর্ণ ডুবে গেলেও বেঁচে থাকে। এ ছাড়া এমন একটি জায়গা রয়েছে, যেখানে মিঠা পানির সরবরাহ না থাকলেও ঘাস জন্মায় ।
মোটকথা, লাল সৈকত এবং লাল সমুদ্রের ঢেউ মিলে এক অপূর্ব সুন্দর দৃশ্য তৈরি হয় এই দ্বীপে। অর্থাৎ এই রক্ত বৃষ্টি সম্পূর্ণ স্বাভাবিক, এর মধ্যে কোনো অতিপ্রাকৃতিক ইঙ্গিত নেই বলেই মত বিজ্ঞানীদের।
সূত্র : আন্তর্জাতিক সংবাদমাধ্যম
এটিআর/