‘একটি চক্র বাংলাদেশকে বন্যপ্রাণী পাচারের রুট হিসেবে ব্যবহার করছে’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৬:৪৫

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশকে বন্যপ্রাণী পাচারের রুট হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে সাফারি পার্ক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘গাজীপুর সাফারি পার্ক থেকে লেমুরের মতো দুর্লভ প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ জনক। যখন আপনি ঘটনার ১৪ দিন পর মামলা করেন, তখন চুরি যাওয়া প্রাণী ফিরে পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আজ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশকে বন্যপ্রাণী পাচারের রুট হিসেবে ব্যবহার করছে।’
তিনি বলেন, ‘সাফারি পার্ক কোনো সাধারণ চিড়িয়াখানা নয়। এখানে প্রাণীগুলোকে প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি রেখে দর্শনার্থীদের তা উপভোগ করার সুযোগ দেওয়া হয়। তবে হাতিশালা, জাগুয়ার ও লেমুর বেষ্টনীতে সেই উপযুক্ত পরিবেশ নেই।’
তিনি প্রশ্ন তোলেন, একই স্থান থেকে টিয়া, ময়না পাখি হারায় না যখন লেমুর হারিয়ে যাচ্ছে- এর মানে স্পষ্ট, এখানে একটি বড় ধরনের সমস্যা রয়েছে। সেটি চিহ্নিত করতে হবে। উপদেষ্টা বলেন, 'পার্কের ব্যবস্থাপনা আরও উন্নত করতে হবে। এটি প্রাণিবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে। এখানকার কর্তৃপক্ষের সদিচ্ছার ঘাটতির পাশাপাশি জনবল সংকটও রয়েছে।
তিনি বলেন, ‘আমার মনে হয় এই সাফারি পার্কের ব্যবস্থাপনকে আরও অনেক উন্নত করা দরকার। আরও অনেক প্রাণীবন্ধব,দর্শনার্থীবান্ধব করা যায়। বন বিভাগ একটা সাম্প্রতিক সময়ে একটা প্রকল্প পেয়েছে।আমার কথা হচ্ছে প্রকল্প পেলেই কাজ করবো, আর না পেলে কাজ করবো না এমন টা নয়।সরকার যেহেতু এত বড় বাজেটে করেছেন, সরকার নিয়মিত বাজাটে এটা রক্ষণাবেক্ষণ করবেন।
উপদেষ্টা বলেন, 'এভাবে দুর্লভ প্রাণী কীভাবে চুরি হলো, তা খুঁজে বের করতে হবে। দায়িত্বপ্রাপ্তদের, বিশেষ করে নিরাপত্তা কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখা দরকার। একই ধরনের ঘটনা বার বার ঘটছে। অথচ এসব জায়গা এখনো সিসিটিভির আওতায় আনা হয়নি- এটা প্রশ্নবিদ্ধ।
এ সময় পস্থিত ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক সানাউল্লাহ পাটোয়ারী, সেন্ট্রাল সার্কেলের বন সংরক্ষক এ এস এম জহির উদ্দিন আকন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর পুলিশ সুপার জাবের সাদেক শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদসহ প্রমুখ।
আতাউর রহমান সোহেল/এমআই