Logo

ক্যাম্পাস

কুবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৭০ শতাংশ

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ২২:৪৫

কুবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৭০ শতাংশ

চার বছর পর গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব উদ্যোগে ভর্তি পরীক্ষা নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। শুক্রবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।  

বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত চলে এই পরীক্ষা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ কুমিল্লা শহরের ২১টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটে মোট আবেদনকারী ছিলেন ২৩ হাজার ৭৯৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ১৬ হাজার ৭৫৮ জন, যা মোট আবেদনকারীর ৭০ দশমিক ৪৩ শতাংশ।  

পরীক্ষা শেষে কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘স্বতন্ত্র ভর্তি পরীক্ষা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। এবার আমরা সেই চ্যালেঞ্জ সফলভাবে নিতে পেরেছি। ভবিষ্যতে যদি আবারও এই পদ্ধতিতে পরীক্ষা নেই, তাহলে আমরা চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়েও কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছি। শহরের বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।’ 

কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আজকের পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ভর্তিচ্ছুদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রোভার স্কাউট, বিএনসিসিসহ সবাই সম্মিলিতভাবে কাজ করেছে। আমরা আশাবাদী, সফলভাবে এই ভর্তি কার্যক্রম শেষ করতে পারবো।’  

এ প্রসঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘আমাদের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়েই এবারও আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করেছি। আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।’  

ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘আমরা চার বছর পর আবারও নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছি। আরও একটু সময় পেলে প্রস্তুতিটা আরও গোছানো হতো। তবে আমরা সবাই মিলে পরিকল্পিতভাবে কাজ করেছি। প্রতিটি কেন্দ্রের পরিদর্শকদের অনলাইন ব্রিফিং থেকে শুরু করে মাঠপর্যায়ে সমন্বয় বজায় রেখেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছি।’ 

পরীক্ষার্থীরা জানায়, প্রশ্নপত্র ছিল মানসম্মত। একজন পরীক্ষার্থী সাইফুল আয়মান বলেন, ‘বাংলা ও সাধারণ জ্ঞান অংশ সহজ ছিল, ইংরেজিতে একটু কষ্ট হয়েছে। তবে মোটামুটি ভালো হয়েছে।’ 

আরেক পরীক্ষার্থী আদনান ইসলাম বলেন, ‘ফিজিক্স ও কেমিস্ট্রি কঠিন মনে হয়েছে, তবে আলহামদুলিল্লাহ! পরীক্ষা ভালোই হয়েছে।’  

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবার ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করছে। এর অংশ হিসেবেই আজকের ‘বি’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর