ইংল্যান্ড
মসজিদ-সিনাগগে হামলার পরিকল্পনায় ৩ নাৎসি জঙ্গী দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১২:৩৮

ইংল্যান্ডে মসজিদ ও সিনাগগে হামলার পরিকল্পনার অভিযোগে তিনজন ব্যক্তিকে সন্ত্রাসবাদের মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত। তারা মুসলিম, ইহুদি ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস হামলার পরিকল্পনা করছিল। তবে একজন ছদ্মবেশী গোয়েন্দা সদস্য তাদের গোপন নেটওয়ার্কে ঢুকে পড়ায় হামলার পরিকল্পনা বানচাল হয়।
দোষী সাব্যস্তরা হলেন- ক্রিস্টোফার রিংরোজ (৩৪), মার্কো পিতসেত্তু (২৫) এবং ব্রোগান স্টুয়ার্ট (২৫)। এই তিনজন ব্যক্তি মিলে একটি ভার্চুয়াল নাৎসি সেল গঠন করে প্রায় ২০০টি অস্ত্র সংগ্রহ করেছিল এবং ব্যবহারযোগ্য একটি থ্রি ডি প্রিন্টেড বন্দুক তৈরি করছিল।
তারা যে অস্ত্রগুলো সংগ্রহ করেছিল তার মধ্যে ছিল- নিষ্ক্রিয় আগ্নেয়াস্ত্র যেগুলো তারা সচল করার চেষ্টা করছিল, ক্রসবো, হান্টিং-ধাঁচের ছুরি, টোমাহক (এক ধরনের যুদ্ধ-অস্ত্র)। ৩ডি-প্রিন্টেড বন্দুকটি অনলাইনে পাওয়া নির্দেশনা অনুযায়ী বানানো হয় এবং এটি চালানোর জন্য কেবল ফায়ারিং পিন, বোল্ট ও ব্যারেলের অভাব ছিল।
তারা অ্যাডলফ হিটলারের প্রশংসা করত, অভিবাসীবিরোধী বক্তব্য দিত এবং কুখ্যাত ডানপন্থী অ্যাক্টিভিস্ট টমি রবিনসনের কনটেন্ট শেয়ার করত।
তারা লিডসের একটি ইসলামিক সেন্টারকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করে এবং একজন ইমামকে অপহরণ ও নির্যাতনের পরিকল্পনা করেছিল। পরিকল্পনার অংশ হিসেবে রুট নির্ধারণ, নজরদারি এড়িয়ে চলা ও পালানোর কৌশল ছিল প্রধান বিষয়। তারা ব্রিটেনে অভিবাসীদের আশ্রয়স্থলগুলোতে হামলার পরিকল্পনাও করেছিল।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে ব্ল্যাকহার্ট ছদ্মনামে এক আন্ডারকভার অফিসার তাদের গ্রুপে প্রবেশ করলে পরিকল্পনা ফাঁস হয়।
৫ ফেব্রুয়ারি তারা হামলার পরিকল্পনা করে। পরিকল্পনায় হিউম্যান টার্গেট খুঁজে বের করে হামলা চালানো শেষে চা ও মেডেলস-এর জন্য স্টুয়ার্টের বাড়িতে ফিরে যাবার কথা বলা হয়েছিল। তবে আবহাওয়া খারাপ থাকায় সেদিনের বৈঠক বাতিল হয়।
তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর শেফিল্ড ক্রাউন কোর্টে ৯ সপ্তাহব্যাপী বিচার শেষে বুধবার (১৪ মে) রায় ঘোষণা করা হয়। আসামিদের ১৭ জুলাই দণ্ড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিচারপতি। বিচারক তাদের কঠোর সাজা দিতে পারেন বলে জানিয়েছেন।
সূত্র : দ্য গার্ডিয়ান ও বিবিসি