Logo

জাতীয়

হজে গিয়ে অসুস্থ ১১১ বাংলাদেশি, হাসপাতালে চিকিৎসাধীন ৩০

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১১:৫৭

হজে গিয়ে অসুস্থ ১১১ বাংলাদেশি, হাসপাতালে চিকিৎসাধীন ৩০

চলতি বছরের হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত অসুস্থ হয়েছেন ১১১ জন বাংলাদেশি। তাদের মধ্যে ৩০ জন বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত দৈনিক বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিনে জানানো হয়, হজে গিয়ে এ পর্যন্ত সৌদির বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১১১ জন বাংলাদেশি। এ ছাড়া বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩০ জন।

এদিকে, সৌদিতে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জন বাংলাদেশির। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ১ জন নারী।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস জানায়, এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট ৫৬ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫২ হাজার ১৮৩ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। এবারের হজযাত্রা শুরু হয়েছে ২৯ এপ্রিল থেকে এবং চলবে ৩১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফ্লাইটটি আসবে ১০ জুলাই।

উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশ থেকে মোট এক লাখ হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জনের কোটা রয়েছে।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর