নতুন দল নিবন্ধন ও আচরণবিধি নিয়ে ইসির বৈঠক শুরু

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১১:৪০

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।
বৈঠকে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি বিষয়ক আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভার আলোচ্য সূচিতে রাখা হয়েছে, রাজনৈতিক দলের নিবন্ধন ও নির্বাচন আচরণবিধি পরিবীক্ষণ কার্যক্রম।
- এসআইবি/এমজে