চাঁদপুরে পানিতে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৩:২৬
-67f6212e691da.jpg)
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে মা ও তার (শিশু সন্তান) ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের হাওলাদার বাড়িতে বাবার বাড়িতে বেড়াতে আসেন খাদিজা আক্তার (৩০)। সকাল ১০টার দিকে তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে পুকুরে গোসল করতে নামেন। এ সময় বড় ছেলে পানিতে তলিয়ে গেলে খাদিজা তাকে উদ্ধার করেন। তবে ছোট ছেলে আবু বকর (৭) পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে মা-ছেলে দুজনেই নিখোঁজ হন। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত খাদিজার ভাগ্নি কুলসুমা জানান, খাদিজা স্বামী লোকমান হোসেন ও সন্তানদের নিয়ে ঢাকায় থাকেন। মঙ্গলবারই তিনি বাবার বাড়িতে এসেছিলেন। বুধবার সকালে তার ঢাকায় ফেরার কথা ছিল।
অপরদিকে, বালিয়া ইউনিয়নের একটি গ্রামে সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায় মাকসুদা (২) নামের এক শিশু। তাকেও উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়। মাকসুদার বাবার নাম মো. ফজলুর রহমান।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিল্লালুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আলামিন ভূঁইয়া/এমআই