যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে লড়তে প্রস্তুত চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৫:১২

বুধবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে লড়তে তাদের ‘দৃঢ় ইচ্ছাশক্তি’ রয়েছে।
চীনের আমদানি পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্ক আরোপের পর বুধবার (এপ্রিল) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ মন্তব্য করেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সিনহুয়া বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা আরও বাড়ানোর ওপর জোর দেয় তাহলে ‘দৃঢ় ইচ্ছাশক্তি’ এবং বিভিন্ন উপায়ে চীন দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।
যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বুধবার (৯ এপ্রিল) থেকে চীনা পণ্যের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে।
ডিআর/বিএইচ