Logo

রাজধানী

বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে ডিপিডিসির মতবিনিময় সভা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১০:০৫

বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে ডিপিডিসির মতবিনিময় সভা

বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) মতবিনিময় সভা করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ডিপিডিসির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ডিপিডিসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ডিপিডিসি পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, প্রধান প্রকৌশলী ও মহাব্যবস্থাপকবৃন্দ ।

সভায় বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকি হ্রাসে সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর দিকনির্দেশনাও প্রদান করা হয়।

সভায় জানানো হয়, গত ৯ এপ্রিল ডিপিডিসির এনওসিএস মগবাজার দপ্তরের আওতাধীন আউটসোর্সিং প্রতিষ্ঠানের মেইন্টেনেন্সম্যান কামরান হোসেন এক বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় নিহত হন।

ঘটনার পরপরই ডিপিডিসির দুইজন প্রকৌশলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একই সঙ্গে আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তামিম ইন্টারন্যাশনালের সুপারভাইজর মাসুম বিল্লাহকে প্রত্যাহার করে নিয়োগ বাতিল করা হয়। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগ একটি তদন্ত কমিটিও গঠন করেছে।

এদিন ডিপিডিসি চেয়ারম্যান বলেন, যেকোনো মৃত্যুই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। আমরা বিদ্যুৎ খাতে দুর্ঘটনাজনিত আর কোনো মৃত্যু দেখতে চাই না।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক দুর্ঘটনার বিষয়ে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। কেউ গাফিলতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • এমআর/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর