• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
মানিকগঞ্জে ইলিশ ধরার অভিযোগে ১৪ মৎস্যজীবী আটক

মানিকগঞ্জ ম্যাপ

অপরাধ

সরকারী আইন অমান্য

মানিকগঞ্জে ইলিশ ধরার অভিযোগে ১৪ মৎস্যজীবী আটক

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১১ অক্টোবর ২০১৮

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সরকারী আইন অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অভিযোগে ১৪জন মৎস্যজীবীকে আটক করেছে প্রশাসন। এসময়া আটকৃত ব্যক্তিদের কাছ থেকে ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ৭৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।

শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল আলম বলেন, বুধবার রাত ৭টার দিকে পাটুরিয়া ফেরি ঘাটের অদুরে পদ্মা নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার সময় ১৪ জন মৎস্যজীবীকে আটক করা হয়।

আটক মৎস্যজীবীদের উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের কার্যালয়ে নিয়ে যাওয় হলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৪ জনের মধ্যে ৪ জনকে ১ বছরের করে জেল, ৭ জনকে ১ মাসের জেল ও বাকী ৩ জনের বয়স অপ্রাপ্ত থাকায় ভ্রাম্যমান আদালত জন প্রতি ৫ হাজার টাকা করে জড়িমান করা হয়।

জব্দকৃত ৭৫ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিম খানা ও একটি মাদ্রাসায় বিতরন করা হয়। পরে আটককৃত ইলিশ মাছ ধরার প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads