Logo

আন্তর্জাতিক

পোপের অবস্থা আশঙ্কাজনক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৬:৪১

পোপের অবস্থা আশঙ্কাজনক

ফুসফুস সংক্রমণের কারণে পোপ ফ্রান্সিসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৪ মার্চ) ভ্যাটিকান থেকে এএফপি একথা জানিয়েছে। 

এএফপি আরও জানায়, ব্রঙ্কাইটিস ধরা পড়ায় ১৪ ফেব্রুয়ারি ৮৮ বছর বয়সী পোপকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। ব্রঙ্কাইটিসের কারণে উভয় ফুসফুসে নিউমোনিয়া দেখা দেয়। পোপের অসুস্থতায় বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মের মানুষ উদ্বিগ্ন।

ভ্যাটিকান থেকে সন্ধ্যার আপডেটে জানানো হয়, সোমবার পোপের শ্বাসযন্ত্র প্রায় অকার্যকর হয়ে পড়েছে।

শ্বাসযন্ত্রের অকার্যকরতার কারণে পোপের মৃত্যুও হতে পারে। কারণ, এই অবস্থায় ফুসফুস রক্তে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারে না অথবা শরীরে কার্বনডাই অক্সাইড জমা হয়।

জেসুইটকে জেমেলির ১০ তলায় পোপদের জন্য সংরক্ষিত একটি বিশেষ স্যুটে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ভ্যাটিকান জানিয়েছে যে, এখান থেকেই তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন।

জর্জ বার্গোগলিওর জন্মগ্রহণকারী ফ্রান্সিস অসুস্থতার কারণে টানা তৃতীয় রোববার ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাসের প্রার্থনায় অংশ নিতে পারেননি। 

ভ্যাটিকান কর্তৃপক্ষ একটি লিখিত বার্তা দিয়েছে। এতে পোপ শুভাকাঙ্ক্ষীদের তাদের প্রার্থনার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আপনাদের সকলের স্নেহ ও ঘনিষ্ঠতা অনুভব করছি এবং এই বিশেষ সময়ে আমার মনে হচ্ছে, যেন ঈশ্বরের সকল ভক্ত আমাকে সমর্থন করছেন। আপনাদের সকলকে ধন্যবাদ।’

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর