Logo

সারাদেশ

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৯:৫৭

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে ছাত্রদলের একাধিক নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোস্তাকিম নামের এক শিক্ষার্থী বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি উপজেলার লোহাগাছ গ্রামের রইছ উদ্দিনের ছেলে।

অভিযুক্তরা হলেন, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, লোহাগাছ গ্রামের বাসিন্দা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান, শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ও শ্রীপুর কলেজপাড়ার বাসিন্দা মারুফ প্রধান, লোহাগাছ গ্রামের বাসিন্দা মো. হৃদয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে অভিযুক্ত করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলাকালে তার ছোট ভাই মুজাহিদুল ইসলামকে (২৪) ছাত্রদল নেতারা মারধর করেন। মুজাহিদুল সারিতে দাঁড়িয়ে থেকেও ভোটার আইডি কার্ড হালনাগাদ করতে পারেননি। তিনি জানতে পারেন অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিয়ে বিকল্প পথে হালনাগাদ করিয়ে দিচ্ছেন। প্রতিবাদ করলে ছাত্রদল নেতারা ক্ষিপ্ত হয়ে মুজাহিদুলকে মারধর করেন এবং চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন। 

এ সময় একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মোস্তাকিম বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছিল। এতে আমার ছোট ভাই অংশ নেয়। হঠাৎ খবর পাই অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিয়ে বিকল্প পথে হালনাগাদ করিয়ে দিচ্ছেন। প্রতিবাদ করলে ছাত্রদল নেতারা ক্ষিপ্ত হয়ে মুজাহিদুলকে মারধর করেন। চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন।’

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার ফোন করেও বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর