• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

গো রক্ষা নিয়ে কঙ্গনা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১১ আগস্ট ২০১৮

কঙ্গনা রানাউত বিভিন্ন সময়ে নানান বক্তব্যের কারণে আলোচনায় চলে আসেন। এবার গো রক্ষা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা করেছেন তিনি। গরু রক্ষার নামে মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন কঙ্গনা। তিনি বলেন, ‘গরু রক্ষার নামে দেশের মানুষকে পিটিয়ে মারা বেদনাদায়ক।’

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে এ তথ্যই জানা গেছে। গরু রক্ষার নামে গণপিটুনি নিয়ে এক প্রশ্নের উত্তরে কঙ্গনা বলেন, ‘পশুদের রক্ষা করা দরকার। কিন্তু যখন কাউকে মারা হয় তখন মনে হয় এটি ভুল।’ তিনি আরো বলেন, ‘দেশের জন্য যদি সত্যি কাউকে কিছু করতে হয়, তা হলে সবার আগে পরিবার, বন্ধুবান্ধব; মানে ব্যক্তিগত জীবন থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। তারপর দেশের জন্য ভাবতে হবে এবং কাজ করতে হবে।’

সম্প্রতি একটি ছবির প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন কঙ্গনা। ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শৈশব দেখানো হয়েছে। প্রদর্শনীর পর মোদির প্রশংসার পাশাপাশি গরু রক্ষার নামে মানুষকে পিটিয়ে মারার বিরোধিতা করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads