• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আজ ‘বিউটিফুল মোমেন্ট’

‘বিউটিফুল মোমেন্ট’ নাটকের একটি দৃশ্য

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

আজ ‘বিউটিফুল মোমেন্ট’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ সেপ্টেম্বর ২০১৮

গালিব শহরের মধ্যবিত্ত চাকরিজীবী, সে তার সৎ এবং সততা দিয়ে অফিসের কার্যক্রম পরিচালনা করে। অফিসের সবার কাছে সে খুব প্রিয় একজন ব্যক্তি। ফারজানার সঙ্গে বিয়ে হয়েছে তার তিন বছর হলো। গালিব এবং ফারজানার সুখী সংসার। এক দিন গালিব অফিসের ডেস্কে বসে ইউটিউবে ভিডিও দেখছে। হঠাৎ একটা বিউটিফুল মোমেন্ট ভিডিও দেখে তার ভালো লাগে। তার মনে হয় ফারজানার এই ভিডিওটি দেখা উচিত। হঠাৎ সে খেয়াল করে দেখল, ভিডিওর মেয়েটি দেখতে হুবহু তার স্ত্রীর মতো। সে আবার ভালোভাবে ভিডিওটি দেখে। এবার সে দেখে সিউর হলো যে, সেই মেয়েটি তার স্ত্রী ফারজানা। এটি ছিল তার স্ত্রীর কলেজ লাইফের ঘটনা। এমন সময় তার কলিগ বেলাল আসে তাকে অন্য একটি ভিডিও দেখানোর জন্য। কিন্তু গালিব মনে মনে ভাবে, তিনি মনে হয় তার স্ত্রীর ভিডিওটি দেখানোর জন্য আসছেন। তৎক্ষণাৎ সে রেগে অফিস থেকে বের হয়ে যায়। রাস্তায় নেমে গালিব দেখতে পেল যে, লোকজন মোবাইলে ভিডিও দেখছে, সে ভাবল সবাই বোধহয় তার স্ত্রীর ভিডিওটি দেখছে। এই নিয়ে শুরু হয় তার সুখের সংসারের অশান্তি। একপর্যায়ে সে সিদ্ধান্ত নেয়— সে আর ফারজানার সঙ্গে সংসার করবে না। তাই ফারজানাকে তার ভাইয়ের বাসায় রেখে যায়।

এভাবেই চলতে থাকে ‘বিউটিফুল মোমেন্ট’ নাটকের গল্প। নাটকটি রচনা করেছেন মমর রুবেল এবং পরিচালনা করেছেন সজীব মাহমুদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, শবনম ফারিয়া, নিকুল কুমার মণ্ডল, টুটুল চৌধুরী প্রমুখ। নাটকটি আরটিভিতে প্রচার হবে আজ রাত ৮টায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads